কোহলিকে দেখতে ৭ ঘণ্টা সাইকেল চালিয়ে স্টেডিয়ামে এল ছেলেটি

 


তিন বছর পর টেস্ট ফিরেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের খেলা দেখতে ভক্তরা তাই স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিন থেকেই। স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও টিকিটের জন্য দাঁড়িয়েছেন লাইন দিয়ে। ১৫ বছর বয়সী স্কুলপড়ুয়া কার্তিকেয়া এমন এক লাইনেই দাঁড়িয়ে ছিল। সে কোহলির বড় ভক্ত।

কার্তিকেয়ার বাড়ি কানপুরে স্যাটেলাইট শহর হিসেবে পরিচিত উন্নাওয়ে। গ্রিন পার্ক থেকে ৫৮ কিলোমিটার দূরের পথ। সাইকেল চালিয়ে সে পথটুকু পাড়ি দিয়ে গতকাল এসেছিল কোহলির ব্যাটিং দেখতে। স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে দশম শ্রেণি পড়ুয়া কার্তিকেয়া

তবে ছেলেটির মনের ইচ্ছা প্রথম দিনে পূরণ হয়নি। টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয়। কারণ, বৃষ্টি ও আলোর স্বল্পতা। বৃষ্টির কারণে দেড় সেশনের বেশি সময় হাতে রেখেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

ভাইরাল হওয়া ভিডিওতে কার্তিকেয়া জানিয়েছে, সে বাসা থেকে ভোর ৪টায় সাইকেলে রওনা দিয়ে গ্রিন পার্কে পৌঁছেছে সকাল ১১টায়। অর্থাৎ, ভোরের প্রায় অন্ধকার পরিবেশে রওনা দিয়ে ৭ ঘণ্টা সাইকেল চালিয়ে কোহলির ব্যাটিং দেখতে এসেছে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, মা–বাবা এভাবে আসতে নিষেধ করেননি কিংবা বাধা দেননি? কার্তিকেয়া জানিয়েছে, সে নিজের ইচ্ছাতেই খেলা দেখতে এসেছে। তবে মা–বাবা বিষয়টি জানতেন। কার্তিকেয়া বলেছে, ‘লক্ষ্যে পৌঁছাতে পেরে অপরিমেয় আনন্দ লেগেছে আর কোহলিকে দেখতে পারলে আমার আকুলতারও শেষ হবে।’

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছেলেটি গ্যালারিতে একটি প্ল্যাকার্ডও উঁচিয়ে ধরেছে। সেখানে লেখা ছিল, তার মা তাকে মন্দিরে যেতে বলেছেন এবং সেখান থেকে সে গ্রিন পার্কে এসেছে কোহলিকে দেখতে।

কানপুর টেস্টে কোহলির সামনে মাইলফলকের হাতছানি রয়েছে। আর ১২৯ রান করলেও শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারের পর ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯০০০ রানের মাইলফলক ছোঁবেন কোহলি। এ পর্যন্ত ১৯৩ ইনিংসে ৮৮৭১ রান করেছেন ভারতীয় তারকা।

Comments